নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দুই কেন্দ্রে প্রার্থীদের নাম টুইট করে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা জানিয়েছেন, আসানসোলে বাবুল সুপ্রিয়োর ছেড়ে আসা লোকসভা আসনে দলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।
নির্বাচন কমিশন শনিবারই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ভোট গণনা। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন অবস্বম্ভাবী ছিল। রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরই কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করে।