এখনও পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্যার্থী সমাগম হয়েছে ৭ লাখ ৮০ হাজার। সাগরে সাংবাদিক বৈঠক করে বুধবার একথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
তিনি বলেন, রাজ্যের ১৩টি এন্ট্রি পয়েন্টে এপর্যন্ত ৫ লাখ ৩০ হাজার পুণ্যার্থীর শারীরিক পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২১০ জনের রাপিড এন্টিজেন টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে সবাই COVID নেগেটিভ। রানডাম স্যাম্পল টেস্ট হয়েছে ৬ হাজার ৩০২ জনের। এঁদের কেউই কোভিড পজিটিভ নন।
গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এদিন সাংবাদিক বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, মণীষ গুপ্ত।
রাজ্য সরকারের তরফে করা ই-স্নানের উদ্যোগকে বিপুলহারে স্বাগত জানিয়েছেন পুণ্যার্থীরা। মন্ত্রী বলেন, এখনও পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ৬০টি প্যাকেট পুণ্যার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত গঙ্গাসাগরে পাঁচটি স্থানে পুণ্যস্নান করেছেন ৩ হাজার ৪৩২ জন। বুধবার পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই-দর্শন করেছেন ২৮ লাখ ৩০ হাজার ভক্ত।
এরই মাঝে বুধবার অসুস্থ হয়ে পড়েন এক পুণ্যার্থী। তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় হাওড়ায়। ৪ হাজার ৫৬৭টি নিখোঁজ এবং খুঁজে পাওয়ার ঘটনা সাফল্যের সঙ্গে সমাধান করা হয়েছে। মন্ত্রী বলেন QR বার কোডের স্ট্রিপ স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে এই ঘটনাগুলির সমাধান করা হয়েছে। এবং নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
১৪ জানুয়ারি ভোর ৬টা ০২ মিনিট থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির মহা পুণ্য লগ্ন। এই পুণ্য সময় চলবে ১৫ জানুয়ারি সকাল ৬টা ০২ মিনিট পর্যন্ত।