মকর সংক্রান্তি পর্যন্ত সাড়ে ১৫ লাখ পুণ্যার্থী মকরস্নান করলেন গঙ্গাসাগরে। তবে ই-স্নানের ব্যবস্থা ধরলে এই সংখ্যাটা প্রায় অনেক বেশি। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২ লাখেরও বেশি ভক্ত ই-স্নানকে বেছে নিয়েছেন কোভিড পরিস্থিতিতে।
ভোর হতে না হতেই বহু পুণ্যার্থীকে এদিন সাগর সঙ্গমে হিন্দু রীতি মেনে পুজো পাঠ ও বিভিন্ন আচার পালন করতে দেখা যায়। কেউ গোরুর লেজ ধরে বৈতরণী পারের ইচ্ছেয় পুজো পাঠ করেন। কেউ প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করে ফুল চড়িয়ে পুজো পাঠ করেন।
রাজ্য সরকারের ব্যবস্থা অনুযায়ী গঙ্গাসাগর, কচুবেড়িয়া, হারউড বাসস্ট্যান্ড, আউট রাম ঘাট এবং অন্যান্য জায়গাগুলিতে পাঠানো জলে পবিত্র স্নান করেছেন ৬৩ হাজার মানুষ।
আউটরাম ঘাটে পবিত্র মকরস্নান দেখানোর জন্য ২৫০টি LED লাইটের ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। ৫১ লাখেরও বেশি মানুষ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই-দর্শনের মাধ্যমে পুজো দেখেছেন।
কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা জুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১১ লাখ পুণ্যার্থীর কোভিড টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬৩ হাজার মানুষের রাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। রানডাম স্যাম্পল টেস্ট হয়েছে ৬,৩০২ জনের।
যদিও আশার খবর, এঁদের মধ্যে কারোরই কোভিড পজিটিভ ধরা পড়েনি। এদিকে বৃহস্পতিবার মকরস্নানের দিন গঙ্গাসাগর মেলা চত্বরে অসুস্থ হয়ে পড়েন ২ জন পুণ্যার্থী। তাঁদের এয়ারলিফ্টের সাহায্যে হাওড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ১১২৪৫ জন নিখোঁজ মানুষকে নিকট আত্মীয়ের হাতে তুলে দিয়েছে জেলা প্রশাসন। ১৬৮ জনকে বিভিন্ন অপরাধের জন্য এদিন গ্রেপ্তার করেছে পুলিশ।
আগামীকাল মকরস্নানের শেষে সৈকত পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান চালাবে জেলা প্রশাসন। উপস্থিত থাকলেন বেশ কয়েকজন মন্ত্রী ও জেলা প্রশাসন পি উল্গানাথন।