উই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’। সেই মন্ত্রেই বছরভর দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছে ‘উই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। করোনা অতিমারী হোক কিংবা আমফান। সবসময়েই মানুষের পাশে থেকে কাজ করেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রবিবার তপ্ত দুপুরেও মধ্য কলকাতায় NRS হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়দের পাশে দাঁড়াল ‘উই’-এর সদস্যরা। এই হাসপাতালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন চিকিৎসা করানোর জন্য। অনেক সময়ই তাদের ঠিকমতো খাবার জোটে না। বৈশাখের রবিবাসরীয় দুপুরে সেই সব মানুষের হাতে খাবার তুলে দিলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফে জানানো হয়েছে ওইদিন প্রায় সাড়ে তিনশো মানুষের হাতে মধ্যাহ্নভোজ তুলে দেওয়া হয়েছে। এই কাজে স্থানীয় মানুষ ও প্রশাসনেরও দারুনভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাওয়া গেছে।

মানুষের জন্যে কাজ করার উদ্দেশ্যেই কয়েক জন একসঙ্গে হয়ে এই সংগঠন তৈরি করেছিলেন তারা। লক ডাউনের সময় মানুষ যাতে খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন তারা। আগামীদিনেও এভাবেই তারা মানুষের পাশে থাকতে চান। এদিন উই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর তরফে উপস্থিত ছিলেন রণিতা দাস মুখার্জি , শ্রীপর্ণা ভৌমিক গিরি, মনীষা সুর, পারমিতা দাস ,অনাবিল গুহ, শ্রীপর্ণা বিশ্বাস সহ বহু বিশিষ্টরা। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন উপস্থিত সকলেই। খুশি রোগীর আত্মীয়রাও।

Share it