Share it

শ্রীধর মিত্র: ব্রিগেড থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে উপস্থিত জনগণের সঙ্গে তাদের পরিচয় করিয়ে নজির গড়ল জোড়া ফুল শিবির। ব্রিগেডে এবার দলের তরফে প্রায় পুরোটাই ছিল চমক। লোকসভা ভোটের আগে এক অন্য ব্রিগেডের (Brigade Rally) সাক্ষী থাকল বাংলার মানুষ। ভোটের প্রার্থী তালিকা ঘোষণা থেকে র‌্যাম্প ওয়াক পুরোটাতেই ছিল অভিনবত্ব।

এতদিন ভোটের প্রার্থী তালিকা (TMC Candidates List) ঘোষণা করা হত দলীয় কার্যালয় থেকে। এবার সেই প্রথা থেকে বেরিয়ে ব্রিগেডে আমজনতার সামনে প্রার্থী ঘোষণা করলেন দলের তরুণ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন কেন্দ্রের কে প্রার্থী হচ্ছেন তা ঘোষণার সঙ্গে সঙ্গে ফুটে উঠতে দেখা হল জায়ান্ট স্ক্রিনে। পাশাপাশি তখন প্রার্থীদের নিয়ে ব্রিগেডে তৈরি র‌্যাম্পে হাঁটলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এবারে দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও বিপ্লব মিএকে লোকসভা ভোটের ময়দানে নামিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া আরও ১১ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে। সদ্য অবসর নেওয়া আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে মালদা উত্তরের। হুগলি থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, এছাড়া যাদবপুর থেকে সায়নী ঘোষ ও তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্যকে লোকসভার ময়দানে নামাল শাসক দল। প্রার্থী তালিকার অন্যতম চমক বহরমপুর কেন্দ্রের প্রার্থী ক্রিকেট তারকা ইফসুফ পাঠান। সেইসঙ্গে সাতজন বিদায়ী সাংসদকে এবার টিকিট দেওয়া হয়নি। তাঁদের মধ্যে রয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া, মিমি চক্রবর্তী, নূসরত।

তবে এবার মহিলা প্রার্থীর সংখ্যা আগের তুলনায় কমেছে। ১২ জন মহিলাকে প্রার্থী করা হয়েছে এবার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৭টি আসনে মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল। অর্থাৎ তালিকা অনুযায়ী এবার আগের চেয়ে পাঁচ জন মহিলা প্রার্থী কম। লোকসভায় কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল পাশের পরে তৃণমূলের তরফে বলা হয়েছিল লোকসভায় তাঁরা অর্ধেক সংখ্যক অর্থাৎ রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২১ জন মহিলা প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং আগের চেয়ে মহিলা প্রার্থীর সংখ্যা আরও কমেছে।

অন্যদিকে, এবার বিজেপি থেকে তৃণমূলে এসে ২০২৪ লোকসভা নির্বাচনে টিকিট (Lok Sabha Election 2024) পেয়েছেন কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী।

Share it