উদ্বোধন হল গঙ্গাসাগর মেলা ২০২১। রবিবার সন্ধেয় সাগর মেলা চত্বরে মেলার উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক পি উল্গানাথন।
উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক ও GBDA-র চেয়ারম্য়ান ডক্টর অজয় কুমার চক্রবর্তী, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, সব জেলার অতিরিক্ত জেলা শাসকরা, কোস্ট গার্ডের কমাড্যান্ট, রয়্যাল লাইফ সেভি সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর রবিন ভট্টাচার্য, বয়েজ স্কাউট অফ বেঙ্গলের হেড কোয়ার্টার কমিশনার, রেড ক্রস অফ ইন্ডিয়ার তরফে শ্যামল মুখোপাধ্যায় সব আরও অনেকে।
জেলা শাসক সহ অন্যরা তাঁদের ভাষণে বলেন, COVID পরিস্থিতিতে ২০২১ গঙ্গাসাগর মেলার আয়োজন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। মেলায় কোভিড স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। সামাজিক দূরত্ব বিধি মেনে, মাস্ক পরে স্যানিটাইজ়ার ব্যবহার করে তবেই মেলায় অংশ নেওয়ার আর্জি জানানো হয়েছে প্রত্যেকের কাছে।