BJP-তে যোগদানের পর প্রথমবার গেলেন নন্দীগ্রামে। আর সেখান থেকেই চড়া সুরে স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে শুভেন্দু বলেন, “অনেকে তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও পগার পার৷ বলছে, পরে কর্মসূচি হবে। আমরাও তার পরে করব।”
৮ জানুয়ারি নন্দীগ্রামে এক লক্ষেরও বেশি মানুষের সমাগম হবে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ভোটের পর তিনি দেখিয়ে দেবেন নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গে আছেন কিনা।
মঙ্গলবার নন্দীগ্রামের বজরংবলী মন্দিরে পুজো দিতে আসেন শুভেন্দু। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমার ছবিতে কালি লেপা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এখানকার কেউ করছেন না। তোলাবাজ ভাইপোর নির্দেশে এসব করে ছবি তুলে পাঠানো হচ্ছে। আমি সনাতন ধর্মে বিশ্বাসী। মানুষের সেবা করার কথা ভাবি। আমি কোনও ভুল সিদ্ধান্ত নিইনি, সেটা এখানে এসে বুঝতে পারছি।”
শুভেন্দু অধিকারীর সভার আগে ভুতা মোড়ে একদল বিজেপি কর্মী সমর্থক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বিষয়ে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক বলেন, দলের কর্মীদের ওপর যে হামলা হয়েছে, সেই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।