বোলপুরের সভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান হচ্ছে। বিশ্বভারতীকে ঘিরে একটা ঘৃণ্য ধর্মান্ধ রাজনীতি চলছে সেটা দেখতে আমার ভাল লাগছে না। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সবাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উগ্র ধর্মীয় রাজনীতি করা হচ্ছে। বাংলায় এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে হবে না। সবটাই জানতে হবে।”
I don't like the derogatory remarks being made against Visva-Bharati: West Bengal CM Mamata Banerjee at Bolpur in Birbhum District pic.twitter.com/pbPOEwZJts
— ANI (@ANI) December 29, 2020
তৃণমূল থেকে একের পর এক সাংসদ, বিধায়ক ও নেতাদের বিজেপিতে যোগদান নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টাকা দিয়ে BJP বিধায়ক কিনছে, কিন্তু, যাদেরকে নিয়েছে, তারা সবাই পচা, ধ্বসা। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে BJP। আমি বলছি, টাকা দিলে নিয়ে নিন আর বিজেপিকে ভুলিয়ে দিন।” বহিরাগত ইস্যুতেও মঙ্গলবার ফের তোপ দেগেছেন মমতা। জেলাবাসীদের সাবধান করে বলেন, “বহিরাগত দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করুন। আর তার সঙ্গে আমাদেরও জানান। আমরাও ব্যবস্থা নেব।”
Conspiracies being hatched to destroy the culture of Bengal. Stop politics of violence and divisive politics: West Bengal CM Mamata Banerjee at Bolpur in Birbhum District pic.twitter.com/oD2BWczh4o
— ANI (@ANI) December 29, 2020
বোলপুরের সভার আগে চার কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১টা নাগাদ বোলপুর লজ মোড় থেকে পদযাত্রা শুরু হয়। চৌরাস্তা মোড় হয়ে পদযাত্রা শেষ হয় জামবনিতে। এদিন তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় কার্যত জনজোয়ার দেখা যায়। রাস্তার দু’পাশেই ঠাসাঠাসি ভীড় ব্যারিকেড গড়ে আটকানোর কৌশল নিয়েছিল জেলা পুলিশ। কিন্তু, সেই উপচে পড়া ভীড়ও সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশ ও তৃণমূলের স্বেচ্ছাসেবী বাহিনীকেও।
West Bengal: Chief Minister Mamata Banerjee arrives at Bolpur, Birbhum District https://t.co/GNFe2Q3In7 pic.twitter.com/oW3oHwIIDu
— ANI (@ANI) December 29, 2020
এদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এদিনের জনসমাগমের বেশিরভাগই আশপাশের জেলা থেকে ভাড়া করে আনা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একটি হুডখোলা গাড়িতে অংশগ্রহণ করেছিলেন এই পদযাত্রায়। BJP-এর দাবি খণ্ডণ করে তিনি বলেন, বলেছিলাম আড়াই লক্ষ লোক আনব, তিন লক্ষেরও বেশি মানুষ জমায়েত হয়েছে এদিন। মিছিলে যোগ দিয়েছিলেন বাসুদেব দাস বাউলও। তাঁর বাড়িতেই কিছুদিন আগে বোলপুরে এসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদযাত্রায় সামনের সারিতে তাঁকে গাইতেও দেখা যায়।