মানস বন্দ্যোপাধ্যায়, দিল্লি: করোনা ভাইরাসে জর্জরিত দেশে নতুন আতঙ্ক বয়ে নিয়ে এল ভয়ঙ্কর স্ট্রেন। করোনার এই নতুন রূপ স্ট্রেন রোগের সূত্রপাত ব্রিটেন থেকে। তাই সতর্কতা মূলকভাবে কিছুদিন আগে ব্রিটেন থেকে আসা সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।
6 UK returnees found positive for new coronavirus variant in India
Read @ANI Story | https://t.co/riZoMHge7g pic.twitter.com/l25HMQbEb2
— ANI Digital (@ani_digital) December 29, 2020
কিন্তু মঙ্গলবার ব্রিটেন থেকে দেশে ফেরা ভারতীয়দের পরীক্ষা করার পর ৬ জনের শরীরে নতুন স্ট্রেন পাওয়া গেছে। তাঁদের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে পুরোদমে।
এর আগে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রায় ৩৩ হাজার মানুষ এসেছেন। সকলকে পরীক্ষার পর ১১৪ জনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের শরীরের ভাইরাসের স্যাম্পল দেশের ১০টি লেবরেটরিতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত দেশে যে দশটি ল্যাবরেটরি রয়েছে, সেগুলি কলকাতা, ভুবনেশ্বরে। পুনে, দিল্লি, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুতে দুটি করে ল্যাবরেটরি রয়েছে।
মঙ্গলবার আরও ৬ জনের শরীরে করোনার নয়া স্ট্রেন পাওয়ার পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্ট্রেনে আক্রান্ত দেশগুলির মধ্যে ব্রিটেন ছাড়াও স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড,অস্ট্রেলিয়া,কানাডা, জাপান, লেবানন, সিঙ্গাপুর উল্লেখযোগ্য। এখন এই তালিকায় ভারতও অন্তর্ভুক্ত হল। দক্ষিণ আফিকাতেও এই স্ট্রেন আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া গেছে।