নয় বছরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বিদ্যাপীঠ বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে খেজুরি থানার পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহ ও ধারালো অস্ত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী সাগরিকা পাত্র ও মেয়েকে (৯) নিয়ে খেজুরির বিদ্যাপীঠ বাজারে একটি দোকান ঘরে আট বছর ধরে থাকতেন বিশ্বজিৎ পাত্র। তিনি পেশায় মোবাইল সারানোর মিস্ত্রি। ছোটো থেকেই তাঁদের কন্যা সন্তান প্রতিবন্ধী। আর স্ত্রী সাগরিকা মানসিক ভারসাম্যহীন। এদিন সকালে দোকানে কাজ করছিলেন বিশ্বজিৎ। তখন দোকানের পাশের ঘরেই ছিল স্ত্রী ও মেয়ে। ৯টা নাগাদ বিশ্বজিৎ দেখতে পান গলাকাটা রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে মেয়ে। পাশে বসে রয়েছেন স্ত্রী।
পরে স্থানীয়রা জানতে পেরে স্থানীয় খেজুরি থানায় খবর দেন। দারিদ্রতা, স্ত্রী ও কন্যার শারীরিক অসুস্থতা নিয়ে অশান্তির মধ্যেই চলছিল বিশ্বজিৎবাবুর সংসার। আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন অনেকে।