Share it

জয়ের একমাস পর বাড়ি ফিরে মা-বাবার আশীর্বাদ নিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা (BJP MLA Anup Saha)। বুধবার বাড়ি ফিরলেন তিনি। সেইসঙ্গে ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবি নিয়ে হাজির হলেন মল্লারপুর থানায়।

বীরভূমের মল্লারপুর থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা অনুপ সাহ এবার দুবরাজপুর বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। নাম ঘোষণার পরেই তিনি অস্থায়ীভাবে থাকতে শুরু করেন দুবরাজপুরে। একদিকে নির্বাচনী প্রচারের চাপ, অন্যদিকে নির্বাচনী পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়বদ্ধতার কারণে আর বাড়ি ফেরা হয়নি। বুধবার বেলার দিকে তিনি বাড়ি ফিরে মা-বাবার আশীর্বাদ নেন। কুশল বিনিময় করেন গ্রামবাসীদের সঙ্গে।

অনুপবাবু বলেন, “আমি দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে অধিকাংশ সময় বাইরে বাইরে থেকে রাজনীতি করেছি। সেইসঙ্গে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি। দুবরাজপুরের মানুষ সেই সুযোগ দিয়েছে। তাই দুবরাজপুর ছেড়ে আমি বাড়িতে বসে থাকতে পারি না। ভোটে নাম ঘোষণার পরেই দুবরাজপুরে অস্থায়ী বসবাস শুরু করি। দুবরাজপুরের মানুষ চাইলে সারা জীবন সেখানেই মানুষের পাশে থেকে কাটিয়ে দেব। শুধু ভোট দিতে গ্রামে এসেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আর গ্রামে আসা হয়নি। একমাস পর বাড়ি ফিরে মা-বাবার আশীর্বাদ নিলাম। গ্রামবাসীদের সঙ্গে দেখা করলাম। সকলের আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছি দুবরাজপুরে।”

জন্মভিটেয় কিছুক্ষণ কাটিয়ে সোজা চলে যান মল্লারপুর থানায়। দেখা করেন পুলিশ অফিসারের সঙ্গে। থানা থেকে বেরিয়ে এসে তিনি বলেন, “সারা রাজ্যের সঙ্গে ময়ূরেশ্বর বিধানসভা এলাকাতেও প্রচুর মানুষ এখন ঘরছাড়া। তাদের ঘরে ফেরার দাবিতে পুলিশ অফিসারের সঙ্গে কথা বললাম। পুলিশ অফিসার আমাদের কথা মন দিয়ে শুনে আশ্বাস দিলেন।”

এদিন অনুপবাবুর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, মানস বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মীরা।

Share it