Share it

সুস্থ হয়ে বোলপুরের বাড়িতে ফিরলেন তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বাড়ি ফিরেই সাংবাদিকদের জানিয়ে দিলেন তিনি ছোটা (দৌড়ান) ঘোড়া ছিলেন, এখনও তাই আছেন।

প্রসঙ্গত, ২৭ মে বোলপুরের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁর শ্বাসকষ্ট হতে শুরু করে। ওইদিন বিকেলেই তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। রাতেই একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়।

নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পর তিনি কলকাতার বাড়িতে ছিলেন। সেখান থেকেই তাঁর চিকিৎসা চলছিল। অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে (RT-PCR Test) তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে (Corona)। তারপরও কয়েকদিন চিকিৎসকদের পরামর্শে কলকাতার বাড়িতে থেকে চিকিৎসা চালাচ্ছিলেন। চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার বিকেলে তিনি বোলপুরের বাড়িতে ফিরলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কলকাতায় করোনার সব রকম পরীক্ষা করা হয়েছে। তাতে নেগেটিভ হয়েছে। ফলে চিকিৎসকরা জানিয়েছেন চিন্তার কোনও কারণ নেই। তবে ভালো হল ভোটে যে পরিশ্রম হয়েছিল সাতদিনে গোটা শরীর পরীক্ষা করা হয়ে গেল। আমি অসুস্থ নয়, আমি সুস্থ।”

তাঁর অসুস্থতার খবরে যে সমস্ত ভক্ত চিন্তিত ছিলেন তাদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, “কোনও চিন্তা নেই। আমি যে ছোটা ঘোড়া ছিলাম, সেই ছোটা ঘোড়াই আছি।”

Share it