নন্দীগ্রামে রাস উৎসবে শুভেন্দু অধিকারী
Share it

দলবদলের জল্পনার মাঝেই এবার নন্দীগ্রামে রাস উৎসবে অংশ নিতে দেখা গেল জননেতা শুভেন্দু অধিকারীকে। সোমবার নন্দীগ্রামে খোল বাজিয়ে রাসের কীর্তনে অংশগ্রহণ করেন তিনি।

প্রতি বছর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে রাস মেলা বসে। এ বার ষষ্ঠ বর্ষে পা দিল এখানকার রাস উৎসব। নন্দীগ্রামের বিধায়ক সোমবার শোভাযাত্রা করে নন্দীগ্রামের রাস উৎসবে যোগ দেন। শোভাযাত্রায় অংশ নেন অংশ শুভেন্দু অনুগামী। রেয়াপাড়া থেকে শোভাযাত্রা-সহ শুভেন্দু উৎসবস্থলে পৌঁছে খোল ঝুলিয়ে নেন গলায়। মাতেন কীর্তনে। আর সে সবের মধ্যেই বলেন, “আপনাদের সেবক শুভেন্দু অধিকারী বরাবর আপনাদের সঙ্গে ছিল। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে পাবেন।”

এরপর রাসের মাহাত্ম্য তুলে ধরেন শুভেন্দু। তৃণমূল বা মন্ত্রিত্ব ছাড়া নিয়ে সোমবার শুভেন্দুর মুখে রাজনৈতিক বার্তা কিছু শোনা যায়নি। এরপরই নিজে হাতে খোল তুলে নেন তিনি। সমবেতভাবে যোগদান করেন হরিনাম সংকীর্তনে। কীর্তন গানের সঙ্গে খোল বাজিয়ে রীতিমতো নাচতেও দেখা যায় তাঁকে।

Share it