কোভিড পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Share it

দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবরকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ সংস্থা ANI।


সূত্রের খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি উপস্থিত থাকবেন। সংসদ বিষয়ক মন্ত্রী এই বৈঠকের ব্যাপারে সংসদে সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

করোনা টিকা তৈরির কাজে বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। টিকা আবিষ্কারের দৌড়ের ভারত অনেকটাই এগিয়ে গেছে। শনিবার দেশের তিন শহরে তিনটি করোনা টিকা হাবগুলির সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনটি কোভিড টিকা প্রস্তুতকারক দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন তিনি।

Share it