‘ভাইপো’ ইস্যুতে সম্প্রতি রাজ্য রাজনীতি উত্তাল। এবার বিজেপি নেতানেত্রীদের কটাক্ষের জবাব দিলেন স্বয়ং অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের মুচিশা ফুটবল গ্রাউন্ডে এক জনসভায় তৃণমূলের যুবরাজ বলেন, “ভাইপো বলে বিজেপির ছোট বড় নেতারা আমাকে আক্রমণ করছেন, সাহস থাকলে তাঁরা আমার নাম নিয়ে দেখাক। আমার নাম নেওয়ার মতো বুকের পাটা প্রধানমন্ত্রীরও নেই। আমি তো নাম করেই বলছি, দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, সুনীল দেওধর, কৈলাশ বিজয়বর্গীয় সবাই বহিরাগত।”
দেখুন ভিডিও:
এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “যে যখন আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাঁকেই হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছি। সবসময় আইনানুগ ব্যবস্থা নিয়েছি।” দলীয় নীতির বিরোধিতা করা নেতাদেরও নাম না করে একহাত নেন ডায়মন্ড হারবারের সাংসদ। আক্রমণের সুর চড়িয়ে তিনি বলেন, “দল মানে মা। আর এই দলের মা মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ে সঙ্গে কেউ বেইমানি করলে আপনারা মেনে নেবেন?”
নাম করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূল নেতা কর্মী কেউই লিফটে চড়ে ওঠেননি আর প্যারাশুটে করে নামেননি। কারণ, দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজেও অনেক লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন।” তৃণমূল কর্মীদের তিনি পালটা বলেন, “আপনারা যাঁরা এখানে আছেন, তাঁরা কজন লিফটে চড়ে এই জায়গায় এসেছেন? কেউ লিফটে চড়ে উঠলে তার পতন অবশ্যম্ভাবী। লিফটে চাপলে আমিও ৩৫টি পদের অধিকারী হতাম।”