কয়লাকাণ্ডের তদন্তে CBI
Share it

কয়লাকাণ্ডে তদন্ত জোরদার করল CBI। রাজ্যের ৩০টি জায়গায় অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চালানো হয় অভিযুক্ত কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালার পুরুলিয়ার নিতুরিয়ার বাড়িতে। লালা এখনও ফেরার। পাশাপাশি দুর্গাপুর, রাণিগঞ্জ, আসানসোল, দক্ষিণ ২৪ পরগনা, সল্টকেল-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন দলে ভাগ হয়ে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা।


কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাজির বিরুদ্ধে প্রচুর হিসেব বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে। কয়লা পাচার থেকে পাওয়া অর্থ কোথায় কোথায় যেত, সেই তথ্য খুঁজে বের করতে তদন্তে নেমেছে ED৷ আবার কাঁচা কয়লা উত্তোলন করে GSTও ফাঁকি দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই অভিযোগে GST কাউন্সিলও আলাদা করে তদন্ত শুরু করেছে৷ লালার বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ভাবে কাঁচা কয়লা উত্তোলন করে পুলিশকে ফাঁকি দিতে ভুয়ো GST বিল তৈরি করে ট্রাকে করে তা পাচার করে দিত সে৷

এর পরই আসরে নামে CBI-এর দুর্নীতি দমন শাখা। তদন্তের অগ্রগতির পর জানা যায়, লালা এবং গরুপাচারে অভিযুক্ত এনামুল হকের আঁতাঁত ছিল আগে থেকেই। গত ১৭ নভেম্বর গরু পাচার কাণ্ডে বিএসএফ কম্যান্ডার সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই৷ তাঁকে জেরা করেই জানা যায়, ট্রাকে করে কয়লা পাচারে লালাকে সাহায্য করত এনামূল৷

শনিবার পশ্চিমবঙ্গ ছাড়াও কয়েকটি রাজ্যে চলছে CBI অভিযান। কয়লাকাণ্ডের তদন্তে রাজনৈতিক যোগও উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিক স্তরের একাংশের অফিসারদের ভূমিকাও।

Share it