ভারতে করোনার টিকা তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার আহমেদাবাদের জাইডাস বায়েটেক পার্কে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আরও দুটি রাজ্যের কোভিড ভ্যাকসিন গবেষণাগারে যাবেন মোদী। যাবেন হায়দরাবাদের জিনোম ভ্যালিতে, ভারত বায়োটেকের গবেষণাগারে। সবশেষে যাবেন পুনার সেরাম ইনস্টিটিউটে।
#WATCH PM Narendra Modi greets the crowd gathered outside Zydus Biotech Park in Ahmedabad during his vaccine review visit pic.twitter.com/3pKjlGlBP3
— ANI (@ANI) November 28, 2020
প্রয়োজনীয় বিধি ও সতর্কতা মেনে করোনার টিকা তৈরি হচ্ছে কিনা, সেসবই পর্যবেক্ষণ করতে শনিবার দেশের তিন শহরে ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তিনটি কোম্পানি কোভিড ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে। এদিন সকাল ১০টায় জাইডাস ক্যাডিলার কারখানায় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, তাদের কোভিড ভ্যাকসিন ‘জাইকভ-ডি’এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষের মুখে। গত অগস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল তারা শুরু করেছে।
#WATCH Prime Minister Narendra Modi visits Zydus Biotech Park in Ahmedabad, reviews the development of #COVID19 vaccine candidate ZyCOV-D pic.twitter.com/vEhtNMf1YE
— ANI (@ANI) November 28, 2020
ভ্যাকসিন তৈরির দৌড়ে বেশ খানিকটা এগিয়ে হায়দরাবাদের ভারত বায়োটেকও। সংস্থার দাবি, নতুন ইংরেজি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই তাদের টিকা ভারতের বাজারে চলে আসতে পারে। সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কোভিড টিকা তৈরি করেছে। সেরামও জানিয়েছে, আগামী এপ্রিলেই সাধারণের জন্য অক্সফোর্ডের টিকা ভারতের বাজারে আনা সম্ভব হবে।
দেশবাসীকে কীভাবে টিকা দেওয়া হবে, তার পরিকাঠামোগত বন্দোবস্ত নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড টিকা বণ্টনের আগে একটি রূপরেখা তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তাও রাজ্যগুলিকে ঠিক করতে বলা হয়েছে।