NGO
Share it

মানুষের সাথে মানুষের পাশে তিনি বরাবরই থাকতে ভালোবাসেন। সম্প্রতি করোনা মহামারীর জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। তাই দেখে ব্যথিত হয়ে পড়ে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনীর বাসিন্দা ব্যবসায়ী প্রদ্যোৎ লাহিড়ী। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাস তিনেক আগে শুরু করেছিলেন কমিউনিটি কিচেন। আজও সমান উৎসাহে সেই কমিউনিটি কিচেন চলছে।

শুক্রবার ১৩তম পর্যায়ে ৭০ জন শ্রমজীবী মানুষকে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করেছিলেন প্রদ্য়োৎ লাহিড়ী। পেশায় রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরদের পেট ভরে খাওয়ালেন তিনি। আজকের মেনুতে ছিল ভাত, আলু সোয়াবিনের তরকারি, ডিমের ঝোল। এছাড়াও বিস্কুটের প্যাকেট দেওয়া হয় প্রত্যেককে।

প্রদ্যোৎবাবুর এই মানুষের সাথে মানুষের পাশে কর্মসূচিতে প্রতিবারই অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। এবারেও ছিলেন নীলাশ্রী ভট্টাচার্য্য, ঈশিতা চক্রবর্তী, ঝর্ণা চন্দ্রা, ভাস্বতী গাঙ্গুলি, পাপিয়া হালদার, গীতা দেবী। ছিলেন এলাকারই উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রী স্নেহা চক্রবর্তী। এরা সকলেই গরিব মানুষের হাতে খাবার তুলে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


ইয়াস ঘূর্ণীঝড়ের পরেও আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন প্রদ্যোৎ লাহিড়ী ও তাঁর সহযোগীরা। আগামী দিনেও সমাজের পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর প্রদ্যোৎ বাবু।

Share it