Share it

এবারের উচ্চ মাধ্যমিকের সব পড়ুয়াকেই পাশ বলে ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সপ্তাহ খানেক আগে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর থেকেই ক্ষোভ বাড়ছিল অকৃতকার্য পরীক্ষার্থীদের তরফে। রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তার জেরেই এবার মানবিক মুখ দেখাল সংসদ।

সোমবার দুপুরে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদ সভানেত্রী মহুয়া দাস। তিনি বলেন, “আমাদের সরকার মানবিক। কোভিড পরিস্থিতি বিবেচনা করে সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এরপর ১০০ শতাংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষাই এবার পরে ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। পাশ করতে পারেননি প্রায় ১৮ হাজার পড়ুয়া। অকৃতকার্য পরীক্ষার্থীদের তরফে অভিযোগ উঠে, পরীক্ষাই যেখানে হয়নি, সেখানে ফেল কিসের। তার ফরে বিক্ষোভ বাড়তে থাকায় অবশেষে সোমবার সব পড়ুয়াই পাশ বলে ঘোষণা করে সংসদ।

Share it