ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিস্তীর্ণ এলাকার। নদীবাঁধ ভেঙে সেখানে প্লাবিত হতে দেখা গেছে গ্রামের পর গ্রাম। তার মধ্যে শুধু গোসাবা ব্লকেই (Gosaba Block) ক্ষতিগ্রস্ত দু লাখেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। বহু গ্রাম এখনও জলমগ্ন। নদীবাঁধও সব জায়গায় এখনও মেরামতি করা সম্ভব হয়নি। ফলে অতি কষ্টে দিন কাটছে ঘরছাড়াদের। এই অবস্থায় প্রশাসনের উদ্যোগে দ্রুত ঘরে ফিরতে চাইছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, বহু জায়গাতেই গ্রামে গ্রামে এখনও জোয়ারের জল ঢুকছে। ফলে এখনও বাড়ি ফিরতে পারছে না বহু মানুষ। গোসাবার জটিরামপুর, রাঙাবেলিয়া এলাকার মানুষের তাই বর্তমানে ঠাই হয়েছে নদীর বাঁধে।
ত্রিপল খাঁটিয়ে কোনওরকমে সেখানে দিন গুজরান করছেন ইয়াসের প্রভাবিত দুর্গতরা। অভিযোগ, কিছু কিছু এলাকায় ভালোভাবে সরকারি ত্রাণ, পানীয় জল মিলছে না।
স্থানীরা চাইছেন, দ্রুত নদীবাঁধ মেরামতি করে এলাকা থেকে জল সরানো হোক। যথাযথ উদ্যোগ নিক প্রশাসন। কারণ, এভাবে যাযাবরের দিনযাপন কাটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়িতে ফিরতে চান তাঁরা সবাই।