Share it

দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল মালদার রতুয়ার চাঁদ মনি-১ গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে। বৃহস্পতিবার ভোর রাতে সংঘর্ষ বাধে এলাকায়। চলে বোমা বাজি। আহতদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই সংঘর্ষ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ঘটনায় জখম হন স্থানীয় BJP কর্মী কাওসার আলি ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপি এজেন্ট হিসেবে কাজ করছিলেন কাওসর। সেই কারণেই তাঁর উপর আক্রোশ ছিল শাসক দলের। যদিও তা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের পালটা বক্তব্য, এলাকায় বিজেপির অস্তিত্বই নেই। বরং আক্রান্তরা তৃণমূলেরই লোক। তবে এটা রাজনৈতিক নয়, পারিবারিক ঘটনা। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণেই এই হামলা।

ঘটনায় গুরুতর জখম কাওসার আলির দুই ভাই, স্ত্রী ও বোনকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় রতুয়া হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া আরও যাঁরা আহত হয়েছেন তাঁদের নাম মজাহারুল হক, এমাদুর রহমান, শাহনাজ পারভীন এবং আয়েশা খাতুন।

পরে রতুয়া থানায় লিখিত অভিযোগ জানায় কাউসার আলির পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share it