দুর্গাপুরে লোহার রড বোঝাই লড়ি হাইজ্যাকের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করলেন রাজ্যের গোয়ান্দা আধিকারিকরা। ধৃতদের নাম, হাফিজুদ্দিন মাইতি, মজিবুর শেখ, ধর্মেন্দ্র সিং ও ইমরান। ধৃতরা সবাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার বাসিন্দা। বুধবারই অভিযুক্তদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
CID সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইন্দো-অ্যামেরিকান মোড় এলাকায় একটি বেসরকারি কারখানার প্রায় ২১ টন লোহার রড একটি লরিতে বোঝাই করে কলকাতা সরবরাহ করা হচ্ছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। ওই রড বোঝাই লরিটি নিখোঁজ হয়ে যায় বলে পরে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ।
দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা কয়েক মাসের মধ্যেই হাতে নিয়ে তদন্ত শুরু করে CID। তদন্তে নেমেই ঘটনায় যুক্ত এক অসাধু ব্যাবসায়ীকে হলদিয়া থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় ২১ টন রড।
এরপর চলতি বছরের শুরুতে লরির চালক ও খালাসিকে গ্রেপ্তার হয় হলদিয়া থেকে। লরি উদ্ধার এখনও হয়নি। পাশাপাশি হাইজ্যাক চক্রের মূল অভিযুক্ত তথা ওই হাইজ্যাকের মাস্টার মাইন্ড হাফিজুদ্দিন মাইতি পলাতক ছিল। মঙ্গলবার কোলাঘাট এলাকা থেকে চক্রের পাণ্ডা সহ চার জনকে গ্রেপ্তার করা হয়। দশ দিন নিজেদের হেপাজত রাখতে চেয়ে বুধবার আদালতে আবেদন করেছে CID।