Calcutta High Court
Share it

ভোট পরবর্তী হিংসা’য় যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ভার রাজ্য সরকারকে নিতে হবে। শুক্রবার রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যত অভিযোগ ছিল, পুলিশ প্রশাসনকে সব রেকর্ড করারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।


শুক্রবার শুনানি চলাকালীন আদালত জানায়, হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সকলের বয়ান রেকর্ড করতে হবে পুলিশকে। যাদবপুরে মানবাধিকার কমিশনকে বাধার অভিযোগের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের প্রশ্ন, কেন ওই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না? রাজ্যের কাছে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নাম চেয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ।


শুধু তাই নয়, উচ্চ আদালত জানিয়েছে, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। একইসঙ্গে যাদের Ration Card ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের কার্ড ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশন পরিষেবা ঠিক মতো পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে রাজ্যেকে।

Share it