করোনা পরিস্থিতিতে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার আয়োজন সরকারের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। এবারের এই মেলা নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় বেরোনার অপেক্ষায় রয়েছে প্রশাসন। তারই মাঝে মঙ্গলবার সরকারি তরফে ঘোষণা করা হয়, এবছর গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ৫ লাখ টাকার বীমা দেওয়া হবে।
এদিন সন্ধেয় গঙ্গাসাগরে সাংবাদিক বৈঠক করেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু।
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “২৫ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় ২ লাখ জন সমাগম হয়েছে।”
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাগর মেলায় দুই জন গুরুতর অসুস্থ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ায় নিয়ে যাওয়া হয়েছে আরও ভালো চিকিৎসার জন্য। তাঁদের হৃদরোগের সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।