Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘রেমাল’-এর দাপটে তুমুল বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আর তারই জেরে ভাসছে কলকাতার একাংশ। বাদ গেল না মেট্রো স্টেশনও। সোমবার সকালে জল থইথই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। তার ফলে সোমবার সকাল থেকে আংশিক বন্ধ ছিল মেট্রো। প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে স্বাভাবিক যাত্রী পরিষেবা।

এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া অব্যাহত। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ‘রেমাল’। চার ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, শক্তি খুইয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসহ হচ্ছে ‘রেমাল’। সোমবার বিকেলের পর থেকে ক্রমে এই ঝড় আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ‘রেমাল’-এর প্রভাবে বৃষ্টিপাত জারি থাকবে সোমবারও। মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

‘রেমাল’-এর জেরে রাজ্যের বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রবিবার থেকে। প্রাণহানিও হয়েছে কয়েকজনের।

Share it