নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে সব জল্পনার অবসান। ISL বা ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরশুমে খেলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার নবান্নে দুপক্ষকে নিয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
BIG BREAKING : Shree Cements has decided to invest and let SC East Bengal participate in this year's ISL.#EastBengal #EBRP pic.twitter.com/tLCfp0eZZ9
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) August 25, 2021
তিনি বলেন, শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের যাবতীয় মতানৈক্য মিটে গেছে। বিনিয়োগকারী ও ক্লাব কর্তা দুপক্ষকেই তাঁর সামনে হাত মেলাতে বলেন মুখ্যমন্ত্রী।
শ্রী সিমেন্টের প্রতিনিধিরাও জানিয়েছেন যাবতীয় সমস্যা মিটে গেছে। এবার ISL খেলবে ইস্টবেঙ্গল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে যে এই চুক্তিজট কাটত না, সেকথা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকারও।
কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের ‘ময়দানে’ নামেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টরদের কথাবার্তা বলার পরও এভাবে পিছিয়ে যাওয়া নিয়ে কিছুটা উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। নবান্নে এদিন দু-পক্ষের সঙ্গে বৈঠকে নিজে মধ্যস্থতা করে যাবতীয় জট কাটিয়ে হাসিমুখে জানান, ‘অনেকে ফোন করে জানতে চেয়েছিল ইস্টবেঙ্গল নিয়ে। মোহনবাগান, মহমেডান-সবাই চায় ইস্টবেঙ্গল খেলুক।’