Pakisan on Kashmir
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “কাশ্মীরকে স্বাধীন করতে পাকিস্তানকে সাহায্য করবে তালিবান।” পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি নেত্রী নীলম ইরশাদ শেখের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল ন্যাশনাল টিভি নিউজে একটি টক শোয়ে অংশগ্রহণ করে এমনই বিতর্কিত মন্তব্য করেন তেহরিক-ই-ইনসাফ পার্টি নেত্রী।


এরপরই ওই টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করে দেন। তিনি বলেন, “ম্যাডাম, আপনি যা বলছেন, সেটা সারা বিশ্ব দেখছে। আপনি কথাটা ভেবে বলেছেন তো?” কিন্তু, নীলম ইরশাদ শেখ কিছুতেই তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাননি। বরং গলা উঁচিয়েই তাঁর মন্তব্যকে সমর্থন করে যান তিনি।

Share it