নিউজ ওয়েভ ইন্ডিয়া: কর ফাঁকি দেওয়ার তালিকায় রয়েছে প্রাক্তন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের নাম। ‘প্যান্ডোরা পেপার্স’-এর তদন্তমূলক রিপোর্টে সচিন তেণ্ডুলকারের নাম রয়েছে বলে দাবি। সচিন ছাড়াও ভারতের ছয় রাজনীতিবিদের নামও রয়েছে সেই তালিকায়।
প্যান্ডোরা পেপার্স ও বিশ্বব্যপী সাংবাদিকদের একটি অংশের দাবি, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দিয়েছেন, এমন ৯১টি দেশের বিভিন্ন ব্যক্তির নামের প্রমাণ সহ তালিকা তাদের হাতে রয়েছে। সেই তালিকায় রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিনের নামও। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন সচিনের আইনজীবী। তাঁর দাবি, প্রাক্তন ক্রিকেট তারকার সমস্ত বিদেশি লেনদেন সম্পূর্ণ বৈধ। বিদেশে সচিন যা যা বিনিয়োগ করেছেন, তার পুরো হিসেব দেশের আয়কর সংস্থার কাছে পেশ করা হয়েছে।
The International Consortium of Investigative Journalists (ICIJ) সংগঠনটিতে ‘BBC’ ও ‘দ্য গার্ডিয়ান’-এর মত সংস্থার পাশাপাশি ভারতের ‘দ্য ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ সহ বিশ্বে আরও ১৫০টি সংবাদমাধ্যম আছে। ICIJ-এর এই তদন্তে দাবি, বিশ্বের বিভিন্ন বিত্তশালী ব্যক্তির আর্থিক লেনদনের অস্বচ্ছতার ১১.৯ মিলিয়ন গোপন ফাইল তাদের কাছে আছে। তাদের দাবি, এই তালিকায় রয়েছে জর্ডনের রাজা, চেক প্রজতন্ত্রের প্রধানমন্ত্রীর নামও। এমনকি রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মহলের মন্ত্রী এবং রাজনীতিবিদেরাও। তবে সচিনের নাম প্রকাশ্যে এলেও দেশের বাকি ছয় রাজনীতিবিদের নাম এখনও জানা যায়নি।