lakhimpur incidence
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লখিমপুর খেরি যাওয়ার পথে আটক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। বাধা পেয়ে রাস্তার মধ্যে ধরনা শুরু করেন অখিলেশ। তাঁকে আটক করে লখনউ পুলিশ। এই ঘটনায় অশান্ত হয়ে ওঠে লখনউ। অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অপরদিকে প্রিয়াঙ্কাকেও মাঝরাস্তায় আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।


আটক হওয়ার আগে ধরনায় বসেন অখিলেশ যাদব। যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “কোনও রাজনৈতিক দলের নেতানেত্রীকে লখিমপুরে যেতে দিচ্ছে না সরকার। তারা কিছু লুকোতে চাইছে? কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যা করছে তা ব্রিটিশ আমলেও হত না। মৃতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারের।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগও দাবি করেছেন অখিলেশ।


রবিবার গভীর রাতে লখিমপুর যাওয়ার পথে সীতাপুরে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীরও কনভয়ও আটকায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ। যদিও সোমবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বাধা পেয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা BJP-এর দেশ না, কৃষকের দেশ। আমি লখিমপুর গিয়ে কোনও অপরাধ করছি না। আমি শুধু আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। পাশে দাঁড়াতে চাই। আমাকে আটকে দেওয়া হচ্ছে কেন?’

উল্লেখ্য, রবিবার থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি। ওইদিন সকাল থেকেই বিক্ষোভ-প্রতিবাদে সামিল হন কৃষকরা। অভিযোগ, সেইসময় একটি গাড়ি কৃষকদের ধাক্কা দেয়। এই ঘটনায় চার কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এরপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি।

দু’টি SUV গাড়িতে কৃষকরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সূত্রের তরফে দাবি করা হয়েছে, যারা গাড়িতে ছিল তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

Share it