নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইউক্রেনের চার শহরে সাময়িক যুদ্ধবিরতির ডাক দিল রাশিয়া। এই নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতির ডাক পুতিনের দেশের। দাবি, মানবিক করিডর তৈরি করে দিতেই ইউক্রেনের একাধিক শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে। যদিও শুকনো কথায় চিড়ে ভিজবে না বলে স্পষ্ট জানিয়েছে ইউক্রেন। তাদের দাবি, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ, এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করে রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভ-সহ বিভিন্ন শহরে।
সোমবার ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে খারকিভ, মারিপুল এবং সুমি শহরে সাময়িক এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থার দাবি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ রুশ প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার।
যদিও রাশিয়ার এই ঘোষণাকে একেবারে পাত্তা দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর অভিযোগ, এর আগেও দু’বার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল। কিন্তু, সেই যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালাতে দেখা গেছে পুতিনের দেশকে। তাই রাশিয়ার কোনও কথাকেই আর বিশ্বাস করা যায় না।