নিউজ ওয়েভ ইন্ডিয়া: জয়েন্টের সঙ্গে সাযুজ্য রাখতে উচ্চ মাধ্যমিকের সময়সূচিতে বদল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। পুরনো সূচিতে শেষ পরীক্ষার দিন আরও ৬ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সংসদের প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সময়সূচি অনুযায়ী, ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার নতুন যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল। একই সঙ্গে পরীক্ষার চারটি দিনও পরিবর্তন করা হয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সঙ্গে উচ্চমাধ্যমিকের পরীক্ষা একই সময়ে পড়ে যাওয়ায় সূচি বদলানো হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক পরিবর্তিত সূচি
১৩ এপ্রিল ফিলোজফি, সোশিওলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিংয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী ১৮ এপ্রিল। রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসি, আরবি, ফরাসি পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। বদলে এই পরীক্ষাগুলি ১৩ এপ্রিল নেওয়া হবে। ১৮ এপ্রিল স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলির দিন বদলে দেওয়া হয়েছে ২৫ এপ্রিল। পুরনো রুটিনে শেষ দিন অর্থাৎ ২০ এপ্রিল ইকনমিক্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হবে ২৬ এপ্রিল।