নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই উদ্ধারকাজে নেমে পড়ল বায়ুসেনার বিমান। এজন্য বায়ুসেনা এবং দেশের বিমান সংস্থাগুলি ১৯টি বিমান চালাবে। সাড়ে তিন হাজার ভারতীয়কে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে ধাপে ধাপে। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে।
ইউক্রেনের কিয়েভ, খারকিভ সহ বিভিন্ন শহর থেকে প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয়। সেখান থেকে তাঁদের উদ্ধার করার জন্য ‘অপারেশন গঙ্গা’ মিশনের অধীনে বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমান চালানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বৃহস্পতিবার মোট ৮টি বিমান উড়ে যাচ্ছে বুখারেস্টে।
জ্যোতিরাদিত্য আরও জানিয়েছেন, উদ্ধারকাজে বায়ুসেনার সি-১৭ সেনাবিমানের পাশাপাশি থাকছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমানও। রোমানিয়ার শহর সশেভ থেকে ইন্ডিগোর দু’টি বিমান এবং স্লোভাকিয়ার শহর কোসিস থেকে স্পাইসজেটের একটি বিমান ভারতীয়দের নিয়ে বৃহস্পতিবারই দেশের উদ্দেশে রওনা দিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী।