Mamata at Varanasi
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “নামেই সাধু। উনি সাধুদের নাম খারাপ করছেন। আসলে উনি ভোগী। উনি গরীবদের কী দেবেন?” ’ উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এভাবেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনে বারাণসীতে প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “ওরা আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। লাঠি দিয়ে মেরেছে। গাল দিয়েছে। কিন্তু, আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ, আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাওয়ার ভয়ে এসব করছে। আমি এসব জানি। এসব দেখেই আজ এই জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। সমাজবাদী পার্টি জোটকে জেতাতে হলে আবার একবার ধাক্কা দাও।”

বারাণসীতেও ‘খেলা হবে’ স্লোগান দেন মমতা। BJPকে তুলোধনা করে তৃণমূল নেত্রী বারাণসীর ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন। আপনারাই পারবেন এর উপযুক্ত জবাব দিতে।” বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের মধ্যেই মমতা অখিলেশের হয়ে প্রচার করলেন। আগামী ৭ মার্চ শেষ দফায় ভোট হবে বারাণসীতে।

বারাণসীতে এই সভায় প্রথমে বক্তব্য রাখেন সমাজবাদী পার্টির নেত্রী এবং ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন। মমতাকে অখিলেশ বলেন, “আপনি এখানে পা রাখতেই বাংলায় হারের কথা মনে পড়ে গিয়েছে বিজেপির। এখানেও ওরা হারের ভয় পাচ্ছে।”

Share it