নিউজ ওয়েভ ইন্ডিয়া: সংকটের মুখে রাজ্যের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কলকাতা টিভি। সাম্প্রতিক টানাপোড়েনের মুখে পড়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই বাংলা চ্যানেলটি। সমস্যাটি হল চ্যানেলের লাইসেন্স নবীকরণের অনুমোদন নিয়ে। এই অনুমোদনের অনুমতি দিয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রক। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন দেওয়ার অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রকই। এবং সেই ক্ষেত্রেই কলকাতা টিভির লাইসেন্স অনুমোদনের অনুমতি দিচ্ছে না কেন্দ্র। কলকাতা টিভিকে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কেন লাইসেন্স নবীকরণ করা হবে। লাইসেন্স নবীকরণ নিয়ে টানাপোড়েনের কারণে উদ্বিগ্ন ওই চ্যানেলের কয়েকশো সাংবাদিক ও কর্মচারী।
শনিবার বিষয়টি নিয়ে নবান্নে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “ব্যক্তিগত প্রতিহিংসা দেখিয়ে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। এটা করবেন না। কলকাতা টিভি ব্যান করা হলে রাজ্যের মানুষ তা মেনে নেবে না। কোন মিডিয়া কাকে সার্পোর্ট করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। যারাই বিরোধিতা করছে তাদেরকেই ব্যান করা হচ্ছে, না হলে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।” একইসঙ্গে তিনি কলকাতা প্রেস ক্লাবকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। সাধারণ মানুষকেও প্রতিবাদে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এও বলেন, “কলকাতা টিভির দর্শক বাংলা ছাড়াও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।”
মুখ্যমন্ত্রীর এই বার্তাকে স্বাগত জানিয়েছেন, কলকাতা টিভির সম্পাদক কৌস্তভ রায়। একটি টুইট বার্তায় তিনি বলেন, “গণতন্ত্র প্রিয় মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা লড়ব। আমাদের জয় হবেই হবে।”
কলকাতা টিভির সমর্থনে এগিয়ে এসেছে বাংলার বহু ছোটো বড় সংবাদ মাধ্যম। কলকাতা টিভির পাশে আছে News Wave India পরিবারও। আমরা নিশ্চিত গণতন্ত্রের জয় হবে।