নেতাজিকে নিয়ে বক্ৃততায় বঙ্গবাসীর মনজয়ে বাংলা ভাষারই শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক ভাষণ ও তাঁর জীবনাদর্শের কিছু পংক্তি তুলে তার হিন্দি তর্জমা করলেন প্রধানমন্ত্রী। মিলিয়ে দিলেন ভারতের স্বাধীনতা সম্পর্কে দেশনায়কের মতাদর্শের সঙ্গে ‘আত্মনির্ভর’ হওয়ার লক্ষ্যমাত্রাকে।
#WATCH | Netaji would have been proud to see how India is helping other nations by providing them vaccines: PM Narendra Modi in Kolkata pic.twitter.com/wC0TyGlozg
— ANI (@ANI) January 23, 2021
প্রধানমন্ত্রীর কথায়, “রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের এই পুণ্যভূমি ভারতকে দেশপ্রেম শিখিয়েছে। এখানে লাখো লাখো মহান মানুষ জন্মগ্রহণ করেছেন। তাঁদের সকলকে প্রণাম জানাচ্ছি। নেতাজির চরণে মাথা নত করছি। প্রণাম জানাই তাঁর মা প্রভা দেবীকেও।”
#WATCH | PM Modi says, "From LAC to LOC, the world is witnessing the powerful avatar of India that was once envisioned by Netaji. India today is giving a befitting reply wherever attempts are made to challenge its sovereignty". pic.twitter.com/aSibBh1LyO
— ANI (@ANI) January 23, 2021
প্রধানমন্ত্রী বাংলায় বলেন, নেতাজি বলতেন, “নিজের প্রতি সৎ হলে, বিশ্বের প্রতি অসৎ হতে পারবে না।” “আমার একটা কাজ করতে পারবে?”, শিশির বসুকে বলা নেতাজির এই কথাও বাংলায় বলেন মোদী।
Netaji Subhash Chandra Bose used to count poverty, illiteracy, disease, among the biggest problems in the country. These problems can be solved if society comes together: PM Narendra Modi in Kolkata. pic.twitter.com/Vb3UGFMHC7
— ANI (@ANI) January 23, 2021
বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নেতাজি সোনার বাংলা, আত্মনির্ভর বাংলার প্রেরণা। নেতাজির স্বপ্নপূরণে সংকল্প নিয়েছি আমরা। বাংলার গৌরব ও দেশের গৌরব বাড়াতে হবে। তিনি আরও বলেন, “নেতাজির নামেই মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেখান নেতাজি। বলেছিলেন, স্বাধীনতা চাইব না, ছিনিয়ে নেব। পরাক্রম এবং প্রেরণার প্রতীক নেতাজি।
From LAC to LOC, the world is witnessing the powerful avatar of India that was once envisioned by Netaji. India today is giving a befitting reply wherever attempts are made to challenge its sovereignty: PM Narendra Modi pic.twitter.com/r4J26SOdUR
— ANI (@ANI) January 23, 2021
এরপর দেশনায়কের জীবন নিয়ে তৈরি ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এর একটি অনুষ্ঠান হয়। সেটিও খুব আগ্রহের সঙ্গে দেখেন প্রধানমন্ত্রী ও উপস্থিত সকল বিশিষ্ট অতিথিরা। শেষে আজাদ হিন্দ ফৌজের থিম সং ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
#WATCH | West Bengal: Laser light show underway at Victoria Memorial portraying the life of #NetajiSubhasChandraBose. pic.twitter.com/zAME97vsuk
— ANI (@ANI) January 23, 2021