ছন্দপতন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই মঞ্চে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান ওঠে। প্রতিবাদে বক্তৃতা দিলেন না মুখ্যমন্ত্রী। নেতাজিকে নিয়ে অনুষ্ঠানে এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী। কিন্তু, তাঁর ‘বেহেন’ সম্বোধনের পরেও অনুষ্ঠানের ছন্দ ফেরেনি।
#WATCH | West Bengal: PM Narendra Modi at Victoria Memorial in Kolkata.
CM Mamata Banerjee and Governor Jagdeep Dhankhar are also present. #NetajiSubhashChandraBose pic.twitter.com/9l0ET4YZKL— ANI (@ANI) January 23, 2021
ঠিক কী ঘটনা ঘটেছে? ভিক্টোরিয়া প্রাঙ্গনে সঙ্গীতানুষ্ঠান শেষ হওয়ার পরই বক্ৃততা দেওয়ার জন্য ঘোষণা করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখানে তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ঠিক তখনই দর্শকাসনের একাংশ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। ঘোষিকাও তখন অপ্রস্তুত হয়ে দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানান।
West Bengal: PM Narendra Modi greets people at Victoria Memorial in Kolkata. #NetajiSubhashChandraBose pic.twitter.com/YRXbSpAHKV
— ANI (@ANI) January 23, 2021
এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। হাতে মাইক তুলেই বলেন, “এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। আমি মনে করি, এভাবে আমন্ত্রণ জানিয়ে ‘অসম্মান’ (মমতা ‘বেইজ্জত’ শব্দটি বলেন) করা উচিত নয়। সেই জন্যই আমি আর একটি কথাও এখানে বলব না। তবে কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।” একথা বলেই মঞ্চ থেকে নেমে যান তিনি।
#WATCH: Children and band perform in presence of PM Narendra Modi at Victoria Memorial in Kolkata. #NetajiSubhashChandraBose pic.twitter.com/X73A6JWJB3
— ANI (@ANI) January 23, 2021
উল্লেখ্য, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা গেছে। ক্ষুব্ধ হয়ে এগিয়ে যেতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, সাম্প্রতিককালে অনেকটা সংযত হয়ে গিয়েছিলেন তিনি। ইদানিং তাঁর সফর চলাকালীন ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠলেও তাতে কর্ণপাত করতে দেখা যায়নি। কিন্তু, শনিবারের অনুষ্ঠান পুরোটাই ছিল সরকারি কর্মসূচি। নেতাজির জন্মজয়ন্তী। সেখানে নতুন করে এই ধ্বনি শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। আর তারপরই বক্তব্য না রাখার সিদ্ধান্ত নেন।
Kolkata: Prime Minister Narendra Modi releases memorial postal stamp on the occasion of the birth anniversary of #NetajiSubhasChandraBose. pic.twitter.com/E6uj1SOwBo
— ANI (@ANI) January 23, 2021