Taslima on Nusrat
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুরুষতান্ত্রিক সমাজের তোয়াক্কা না করে শুধু মাতৃ পরিচয়েই সন্তানের পরিচিতি করানোর উদাহরণ এ সমাজে অনেক আছে। অভিনেত্রী নুসরতও সেই পথেই এগোচ্ছিলেন। হঠাৎই ছন্দপতন। কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটে প্রকাশ পেল ‘ঈশান’ অর্থা নুসরত-পুত্রের পিতার নাম। আর এই পিতৃ পরিচয় প্রকাশ পেতেই নুসরতের তীব্র সমালোচনা করেছেন লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুকে একটি পোস্ট করে তসলিমা বলেন, “নুসরতকে যতটা সাহসী ভেবেছিলাম, ততটা সে নয়। নুসরত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী।” আর পাঁচটা ট্র্যাডিশনাল মেয়ের সঙ্গে নুসরতের যে কোনও পার্থক্য নেই সেকথাও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তসলিমা।

এখানেই শেষ নয়, যশের সঙ্গে তাঁর গোপনে বিবাহ হয়েছে কিনা, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন লেখিকা। তিনি বলেছেন, “এই যে লুকোচুরি সন্তানের পিতা কে, তা জানানোর ব্যাপারে, তার দরকার ছিল না। আমি অবাক হব না যদি কোনওদিন প্রকাশ হয় যে, গোপনে সে যশকে বিয়েও করেছে।” এরকম ট্র্যাডিশনাল মেয়েদের বাহবা দিয়ে সময় নষ্ট না করারও আহ্বান জানিয়েছেন তসলিমা।

Share it