Election Commission
Share it

দেশজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। যার প্রভাবে বেসামাল হয়ে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সংক্রমণ ও মৃতের সংখ্যা, দুই-ই বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কী রয়েছে সেই বিজ্ঞপ্তিতে?


নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনাকেন্দ্রে ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থী বা তাঁর মনোনীত কারও সঙ্গে সর্বাধিক আর মাত্র দু’জন থাকতে পারবেন। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, দুই তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে গণনাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২ মে ভোটের ফল ঘোষণার পর কোনও রাজনৈতিক দলই বিজয় মিছিল করতে পারবে না। করা যাবে না সভা-সমাবেশও। করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি সোমবার মাদ্রাজ হাইকোর্টের তিরষ্কারের জেরেই জারি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোট হবে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার বাকি কয়েকটি কেন্দ্রে।

Share it