CoronaVirus
Share it

করোনার সঙ্গে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াবে গুগল (Google) ও মাইক্রোসফট (Microsoft)। ভারতে করোনা সংক্রমণ নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করে একথা জানিয়েছেন Google CEO সুন্দর পিচাই ও Microsoft CEO সত্য নাদেল্লা।


ভারতকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দুই IT জায়েন্ট। সুন্দর পিচাই এক টুইটবার্তায় জানিয়েছেন, UNICEF-এর হাতে 135 কোটি টাকার অনুদান তুলে দেবেন তিনি এবং সেই নন-প্রফিট অর্গানাইজেশনের তরফে কোভিড পরিস্থিতিতে ভারতকে স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত সব সহায়তা করা হবে।


অন্য দিকে Microsoft CEO সত্য নাদেল্লা টুইট করে জানিয়েছেন, তিনি ‘ভগ্নহৃদয়’। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই নিদারুণ সংকটের সময়ে ভারতকে প্রযুক্তিগত সমস্ত সাহায্য এবং তার পাশাপাশিই অক্সিজেন সিলিন্ডার কেনার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি ও তাঁর সংস্থা Microsoft।

পাশাপাশি আমেরিকা সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন সত্য নাদেল্লা। “ভারতের বর্তমান পরিস্থিতিতে আমি সত্যিই চূর্ণবিচুর্ণ। এই কঠিন পরিস্থিতিতে মার্কিন সরকার যেভাবে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। Microsoft তার সমস্ত রকম রিসোর্স দিয়ে প্রযুক্তিগত ভাবে ভারতকে সাহায্য করবে এবং ক্রিটিকাল অক্সিজেন কনসেনট্রেশন ডিভাইস দিয়েও ভারতের পাশে দাঁড়াবে।”

Share it