“এই জেলার নিচুতলার পুলিশের অবস্থা খুব খারাপ হবে ফল বের হওয়ার পরে। কারণ, এখানকার কিছু বাছাই করা পুলিশ অফিসার BJP কর্মীদের এতো গাঁজার মামলা দিয়েছে, সারা ভারতে এত গাঁজার চাষ হয় না।” রবিবার মল্লারপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু প্রথম সভা করেন রামপুরহাট গান্ধীপার্কে, রামপুরহাট বিধানসভার প্রার্থী শুভাশিস চৌধুরীর সমর্থনে। সেখান থেকে তারাপীঠে হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিখল বন্দ্যোপাধ্যায়, এবং মল্লারপুরে ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী শ্যামাপদ মণ্ডলের সমর্থনে বক্তব্য রাখেন। মল্লারপুরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “এখানে একজন মোটা একজন মুখ্যমন্ত্রী আছেন। তাঁর কোনও ক্ষমতা নেই। নিরাপত্তারক্ষী তুলে নিলে তিনি কিছুই না। তাঁর নির্দেশে মহম্মদ আলির মতো কিছু পুলিশ অফিসার বিরোধীদের গাঁজার কেস দিয়েছে। কোটি কোটি টাকা অসৎ উপায়ে কামিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পের নাম বদলে দিয়েছে পিসির সরকার। তিনি বলেন, “সবুজসাথী সাইকেল তফসিলি জাতিদের উন্নয়নের টাকা। আমরাও সাইকেল দিতাম। আমরা সাইকেলের কারখানা খুলে দিতাম। তাহলে কিছু কর্মসংস্থান হত। উৎপাদিত সাইকেল কম দামে পাওয়া যেত। কিন্তু, এই সাইকেল সাপ্লাই দেয় তোলাবাজ ভাইপোর শ্যালিকাকে যে বিয়ে করেছে তার বাবা। প্রতেক সাইকেলে চারশো টাকা করে কমিশন আছে। আর পাঁচশো টাকা করে খরচ না করলে কোন ছেলেমেয়ে ওই সাইকেলে চড়তে পারে না। অথচ এই টাকা কেন্দ্রের দেওয়া তফসিলিদের উন্নয়নের টাকা। এই মুখ্যমন্ত্রীর জন্য কৃষকরা ছয় হাজার টাকা করে বছরে পায়নি। আমরা ক্ষমতায় এলে প্রত্যেক কৃষকের খাতায় ১৮ হাজার টাকা করে দেওয়া হবে।”