করোনা কেড়ে নিল আরও এক প্রার্থীর প্রাণ। মৃত্যু হল খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোটের আগের দিনই তিনি Covid পজিটিভ হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন।
TMC candidate from Khardaha, Kajal Sinha, passes away due to #COVID19#WestBengal pic.twitter.com/vIzeez1ZP9
— ANI (@ANI) April 25, 2021
ভোটের দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর হাই সুগার ছিল বলে জানা গেছে। তৃণমূল সূত্রে ঘটনায় শোকপ্রকাশ করে জানানো হয়েছে, কাজল সিনহা তাঁদের দলের একনিষ্ঠ সহকর্মী ছিলেন। নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন খড়দহ এলাকায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কাজল সিনহার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।