করোনা ভাইরাসের (Corona Virus) সঙ্গে এঁটে উঠতে অক্সিজেনের (Oxygen) আকাল দেখা দিয়েছে প্রায় গোটা দেশজুড়েই। এই সংকট মেটাতে ইতিমধ্যেই ভিন দেশগুলির দ্বারস্থ হতে হয়েছে ভারতকে। সেই মতো শনিবার সিঙ্গাপুর (Singapore) থেকে তরল অক্সিজেনের কন্টেনার পৌঁছল পশ্চিমবঙ্গে।
Four cryogenic oxygen containers have arrived in India at Panagarh airbase in West Bengal from Singapore. The containers were airlifted in an IAF C-17 aircraft from Changi Airport in Singapore earlier this morning.
(Source: Indian Air Force) pic.twitter.com/0bVDDwy3QG
— ANI (@ANI) April 24, 2021
সিঙ্গাপুর থেকে আকাশপথে নিয়ে আসা হয় ওই অক্সিজেন। পানাগড় এয়ারবেসে (Panagarh Airbase) পৌঁছয় চার কন্টেনার অক্সিজেন।
শনিবার সকালে পানাগড় এয়ারবেসে পৌঁছয় অক্সিজেনের কন্টেনারগুলি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়াপোর্ট থেকে IAF C-17 এয়ারক্রাফ্টে করে নিয়ে আসা হয় অক্সিজেন ভর্তি চারটি কন্টেনার। ভারতীয় বায়ুসেনাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।