মন খারাপ নাপোলির। শুধু মন খারাপ নয়, ভয়ঙ্কররকম ভাবে ভেঙে পড়েছে নাপোলি। তাঁদের প্রাণের চেয়ে প্রিয় ফুটবল ‘রাজকুমার’ আর নেই। প্রিয় দিয়েগোকে কীভাবে শেষ বিদায় জানাবে তাঁরা, তাই ভেবে আকুল গোটা শহর। আর তাই ঠিক করা হয়েছে বদলে ফেলা হবে আস্ত স্টেডিয়ামের নাম। নাপোলির স্টেডিয়াম, যার নাম সাঁ পাওলো স্টেডিয়াম, সেটাকে দিয়েগোর মারাদোনার নামে করা হচ্ছে বলে এ দিন ঠিক করে ফেললেন নাপোলি মালিক এবং নাপলি প্রেডিসেন্ট অরেলিও ডে লওরেন্টিস।
Funeral of Legendary DIEGO MARADONA in Argentina 🇦🇷🇦🇷.. This shows how much greatness he achieved in his career❤️❤️ May you get next life even better the Genius🇦🇷👑 #MaradonaFuneral #maradona10 pic.twitter.com/oZ4dTncyNo
— Bilvam Vyas (@bilvam_360_17) November 26, 2020
দিয়েগো আর নেই। খবরটা যখন প্রথম আসে, তখন নেপলসে জনপ্রিয় একটা টিভি শো চলছিল। কিন্তু, সে সব বন্ধ করে মারাদোনার প্রয়াণের খবর দেখানো শুরু হয়ে যায়। দ্রুত কাতারে কাতারে লোক নেমে পড়েন রাস্তায়। তাঁদের পরনে প্রিয় নাপোলি ক্লাবের জার্সি। ভেজা চোখে, হাতে মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটতে থাকেন তাঁরা। সঙ্গে গলায় দুঃখের গান– ফুটবলের রাজা, নাপোলির রাজা, তুমি আর নেই। রাস্তায় প্রোজেক্টে দেখানো শুরু হয়ে যায়, মারাদোনার ফুটবলজীবনের বিশেষ সব মুহূর্ত।
In a majestic scene, Argentina bids farewell to Diego Armando Maradona 😔#maradona10 pic.twitter.com/P2pYZaeejX
— ولد النوخذه (@VIP______60) November 26, 2020
এখানেই শেষ নয়, বৃহস্পতিবার গভীর রাতে ইউরোপা লিগের ম্যাচে প্রিয় তারকার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামলেন নাপোলির ফুটবলাররা। শুক্রবার দিয়েগো মারাদোনাকে চোখের জলে শেষ বিদায় জানাল বিশ্ববাসী। বুয়েনস আয়ার্সে সমাহিত করা হল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার নিথর দেহ৷ বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানীর একটি বেসরকারি সমাধিক্ষেত্রে ফুটবলের রাজপুত্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ শেষকৃত্যের সময় শুধুমাত্র মারাদোনার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন৷
Fans of Diego Maradona gathered in central Buenos Aires to pay their last respects to their football hero. Boca Juniors switched off all the lights at their iconic La Bombonera stadium on Wednesday night, but left Diego Maradona's personal box lit up. #maradona10 pic.twitter.com/93w4lzcDx4
— Avantika Tewari (@Avantikatewari) November 26, 2020
আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং জাতীয় দলের হয়ে তাঁর পরা দশ নম্বর জার্সি দিয়ে ঢেকে রাখা হয়েছিল মারাদোনার কফিন৷ সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখা ছিল কফিন৷ সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন পরেছিল৷ এক সময় মানুষের লাইন এক কিলোমিটার পেরিয়ে গিয়েছিল৷ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কায় শেষে ভিড় আটকানোর চেষ্টা করে পুলিশ৷ এমন কী, মারাদোনা ভক্তদের আটকাতে টিয়ার গ্যাস এবং রবার বুলেটও ব্যবহার করতে হয় বলে খবর৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই মারাদোনার কফিন সরিয়ে নিয়ে শহরের প্রান্তে বেল্লা ভিস্তার একটি সমাধিস্থলের উদ্দেশ্যে নিয়েও যাওয়া হয়৷ সেখানে নিজের বাবা এবং মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয় ফুটবলের রাজপুত্রকে৷