মুকুল রায় ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এনিয়ে জল্পনা ছিলই। অবশেষে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই মহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা বিধায়ক মুকুল রায়।
BJP National Vice President Mukul Roy is likely to join TMC. The decision regarding his joining will be taken after his meeting with the party's top brass in Kolkata today: Sources
(file photo) pic.twitter.com/Q26UmmXX1h
— ANI (@ANI) June 11, 2021
বৈঠক চলছে কলকাতায় তৃণমূল ভবনে। দলনেত্রী ছাড়াও ওই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের শীর্ষস্থানীয় সব নেতারাই। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে TMC প্রার্থী তথা কৌশানি মুখার্জির প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন BJP প্রার্থী মুকুল রায়। TMC-র প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন ২০১৭ সালের নভেম্বরে।