Share it

দুই থানা এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বীরভূম পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। উদ্ধার হয়েছে শকেট বোমা এবং আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মল্লারপুর-সাঁইথিয়া রাস্তার শ্বেতবেড়িয়া গ্রামের মোড়ের কাছে অভিযান চালায় পুলিশ। ওই রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। রাত সাড়ে ১১ টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকায় হাজির হয়।

পুলিশকে আসতে দেখেই কয়েকজন অন্ধকারে গা ঢাকা দেয়। তাদের মধ্যে থেকে কোট গ্রামের শেখ পিন্টু ও খরাসিনপুর গ্রামের শেখ বাদশা কলিমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, ভোজালি, হাঁসুয়া, চাকু উদ্ধার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অন্যদিকে কাঁকরতলা থানার বড়রা গ্রামের শ্মশানের ধার থেকে মাটি খুঁড়ে দু’ব্যাগ শকেট বোমা উদ্ধার করে পুলিশ। যার মধ্যে ২০ টি বোমা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘটনায় সাহাপুর গ্রাম থেকে শেখ এনামুল নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উদ্ধার হয় প্রচুর শকেট বোমা। বোলপুর থেকে বোমা বিশেষজ্ঞ প্রতিনিধি দল গিয়ে বোমা গুলি নিস্ক্রিয় করে।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বোমার সন্ধান পাওয়া যায়। পাশাপাশি মল্লারপুরে ওই ডাকাতির ঘটনায় বাকিদের ধরতে তল্লাশি চলছে।

Share it