অবশেষে বাস্তবায়িত হল বহুচর্চিত জল্পনা। ফুল বদলালেন সপুত্রক মুকুল রায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক শেষে পদ্মশিবির ছাড়লেন দলের সর্বভারতীয় সহ সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়। পুনরায় দলে ফেরার পর রায়সাহেবকে আলিঙ্গন করে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রী বলেন, “ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।”
BJP national vice president Mukul Roy and his son Subhranshu Roy join TMC in the presence of West Bengal CM Mamata Banerjee, in Kolkata. pic.twitter.com/WS9oFE2J79
— ANI (@ANI) June 11, 2021
সাংবাদিক বৈঠক করে মুকুল রায়ের ঘরে ফেরার কথা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “মুকুল আমাদের পুরনো কর্মী। আমাদের মধ্যে কোনও মতবিরোধ ছিল না। বিধানসভা ভোটের সময় অন্যদের মতো আমাদের বিরুদ্ধে কোনও কথা বলেননি মুকুল।” দলে তাঁকে ঠিক কী ভূমিকায় দেখা যাবে তা এখনই না জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগের মতোই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মুকুল রায়।”
তৃণমূলে যোগদানের পর রায়সাহেব বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমি TMC-তে যোগ দিলাম। BJP-তে কেউই থাকবে না।”
তবে মুকুল রায় ঠিক কী কারণে গেরুয়া শিবির ছাড়লেন তা স্পষ্ট করে না জানালেও তৃণমূল সুপ্রিমোর কথায়, “ওকে ভয় দেখিয়ে দলে রাখা হয়েছিল।”
মুকুল রায় পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর আরও অনেকেই এবার ঘরে ফিরতে পারেন বলেও বৈঠকে জানান দলনেত্রী। ফলে এবার বিজেপি-তে বড়সড় ভাঙন দেখা দেবে বলে মনে করছেন রাজনীতির বিশেষজ্ঞরা। তবে যাঁরা দলের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন তাঁদের ফেরানো হবে কি না তা ভেবে দেখা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।