Share it

“আগে সাংবাদিকরা বলত মুকুল রায় চাণক্য। কিন্তু ২০২১ সালের নির্বাচনে তো মুকুল রায় তৃণমূলে ছিল না। তাহলে এই ফল কীভাবে হল? চাণক্য মুকুল নয়, চাণক্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।” মুকুল রায়ের ঘরে ফেরা নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি বলেন, “দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো। তিনি যদি মনে করেন মুকুল রায়কে প্রয়োজন তাহলে নেবেন। আমরা একজন সাধারণ কর্মী।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “গোয়ালের অনেক গোরু থাকে, রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। সকালে আবার ধরে এনে খুঁটিতে বাঁধা দেওয়া হয়। মুকুল রায়ও সে রকম বেরিয়ে গিয়েছিল। আবার ধরে এনে বাঁধা হল।”

পাশাপাশি, আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না বলে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে ভারতবর্ষের মুখ।

Share it