Mamata On Amit
Share it

“ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।” ত্রিপুরায় আহত তৃণমূল যুব নেতাদের SSKM-এ দেখে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সোমবার সকালে ত্রিপুরায় আহত তৃণমূল নেতানেত্রীদের দেখতে SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সকাল ১১টা ১৫ নাগাদ হাসপাতালে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে পৌঁছে সোজা চলে যান উডবার্ণ ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন সুদীপ-জয়ারা।


বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওদের দেখলাম। ওদের বেধড়ক মারধর করা হয়েছে। জয়ার গাল মেরে ফাটিয়ে দিয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।”

Share it