Work from Home
Share it

করোনা মহামারীর কারণে এদেশেও Work from Home কনসেপ্ট পুরোদস্তুর চালু হয়ে গেছে। কিন্তু, বাড়িতে বসে কাজ করলেও অনেকেরই সেরকম পরিকাঠামো নেই। স্থানাভাব তো আছেই, তারসঙ্গে অনেকেরই ভীষণ সমস্যা হাইস্পিড ইন্টারনেট কানেকশন নিয়ে। জরুরি মেল বা ডকুমেন্ট পাঠাতে হলে হাইস্পিড ইন্টারনেট ছাড়া গতি নেই। এইসব সমস্যার কথা ভেবেই নিউ টাউনে চালু করা হয়েছে ‘Working Pods’। নাম দেওয়া হয়েছে ‘Happy Work’।


কী এই ‘Happy Work’? রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন জানিয়েছেন, এইখানে বসে কোনও ব্যক্তি অফিসের যাবতীয় কাজ করতে পারবেন। শান্তিপূর্ণ পরিবেশ তো রয়েইছে, রয়েছে High Speed Internet-এর সুবিধাও। পাশাপাশি এসি রুম, সোফা, ল্যাপটপ টেবিল আরও অনেক কিছু সুবিধা রয়েছে এখানে। ভাড়া ৩০ থেকে ৯০ টাকা।

খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেনের।

Share it