Share it

নদীয়া জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক বৈঠক এবং দলীয় কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে জনসভা করেন। শান্তিপুরের অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গনে এই প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে নদীয়া জেলার বিভিন্ন শহর ও ব্লকে পথশ্রী সহ বেশ কিছু প্রকল্পের দ্বারোৎঘাটন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বহু উপভোক্তাদের মধ্যে নাগরিক পরিষেবা প্রদান করা হয় প্রশাসনিক বৈঠকে। এর আগে কৃষ্ণনগরে পাল পাড়া থেকে একটি রোড শোয়ে (Road Show) অংশ নেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নাম না করে তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee )।”

তিনি বলেন, “তৃণমূলে সিপিএম (CPM) ও কংগ্রেস (Congress) থেকে বেশ কিছু লোক ঢুকেছিল। তাদের মধ্যে যদি দু-একজন চোর হয় তাহলে তাদের তাড়িয়ে দিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু, তৃণমূল কংগ্রেস দলটাকে চোর বলবেন না। আমাকে জেলে ভরলেও জেল ফুটো করে বেরিয়ে আসব। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। ফুটো কলসির আওয়ার বেশি। কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলেই সব কাজ শেষ।”

আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, “ওরা বলে দেশে একটাই আইন থাকবে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অনেক শ্রেণি বিভাগ আছে। ওদের রীতি নিয়ম আলাদা। আদিবাসীদের আলাদা নিয়ম আছে। তফশিলিদের আলাদা নিয়ম আছে। হিন্দু ও মুসলিমদের মধ্যেও অনেক জাতি আছে তারাও ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠান পালন করেন। দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রনয়ণ করলে তাতে সমস্যা দেখা দিতে পারে। এরপর তৃণমূল সুপ্রিমো কলকাতার উদ্দেশে রওনা দেন।”

মুখ্যমন্ত্রীর এই সভায় উপস্থিত ছিলেন লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদ মহুয়া মৈত্র। তখনও তাঁর পাশে ছিলেন দলনেত্রী। এদিনও মহুয়াকে (Mahua Moitra)নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা গেল সেই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “মহুয়া মানুষের কথা বলত। তাই ওরা মহুয়াকে তাড়িয়ে দিয়ছে। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু মহুয়া মানুষের ভোটেই জিতবে। কৃষ্ণনগর থেকেই মানুষ ফের ওকে ভোটে জিতিয়ে আনবে। একইসঙ্গে হাতছাড়া হওয়া রানাঘাট আসনটি নিয়েও মমতার বার্তা ওই আসনটিতেও আমাদের সমর্থন দেবেন। মহুয়াকে নিয়ে দলনেত্রীর এই মন্তব্যেই আরও একবার পরিস্কার হয়ে গেল কৃষ্ণনগর থেকে ফের সাংসদ পদে লড়তে চলেছেন মহুয়া মৈত্র।”

Share it